বরিশাল নগরীর এয়ারপোর্ট থানা এলাকায় ছদ্মবেশে প্রশাসনের পরিচয় দিয়ে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশির নামে শারীরিক ও মানসিকভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী রুবিনা আক্তার নামে এক নারী এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ১১ জুন (মঙ্গলবার) রাত আনুমানিক ১০টার দিকে রুবিনা আক্তার তার দুই মেয়ে, ছেলে এবং ফুফুকে সঙ্গে নিয়ে প্রাইভেটকারে করে কলাডেমা খানবাড়ি থেকে সমাজকল্যাণ এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে সমাজকল্যাণ অফিসের সামনে পাকা রাস্তায় রমজান হাওলাদার ও মাসুম মাঝি নামের দুই ব্যক্তি আরও ১০–১২ জন অজ্ঞাত সঙ্গী নিয়ে তাদের গাড়ির গতিরোধ করেন।
তারা নিজেদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে গাড়িতে ইয়াবা আছে অভিযোগে তল্লাশি চালাতে চান। একপর্যায়ে গাড়িতে থাকা রুবিনার সন্তানদের জোরপূর্বক ধাক্কা দিয়ে নামিয়ে আনা হয় এবং গাড়ির ভেতরে ঢুকে হয়রানি শুরু করেন। তল্লাশির নামে দুর্বৃত্তরা পরিবারের সদস্যদের গালাগাল করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন।
রুবিনা আক্তারের অভিযোগ, ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রমজান হাওলাদার ও মাসুম মাঝি তার মেয়েদের গায়ে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালান এবং টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই পরিকল্পিত ঘটনা ঘটানো হয়। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা হুমকি-ধামকি দিয়ে পালিয়ে যান।
খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রুবিনা আক্তার ও তার পরিবারের সদস্যরা থানায় গিয়ে বিস্তারিত লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক সজীব বেগ মিসাদ বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে, দলের ভেতরে কোনো অন্যায়কারীদের প্রশ্রয় দেওয়া হবে না। এর আগেও এই ব্যক্তিদের বিরুদ্ধে এমন অনেক অভিযোগ শুনেছি। তাই আমরা চাই, এই অন্যায়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।”
এদিকে এই ঘটনা ঘিরে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ দ্রুত তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
https://slotbet.online/