[ad_1]
ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রথমে ধারণা করা হয়, কেউই জীবিত নেই। তবে এক ঘণ্টার মধ্যেই সেই ধারণা ভুল প্রমাণ করে এক চমক জাগানো ঘটনা ঘটে—একজন যাত্রীকে বিস্ময়করভাবে জীবিত অবস্থায় পাওয়া গেছেন বলে নিশ্চিত করেছে আহমেদাবাদ পুলিশ।
বেঁচে যাওয়া ব্যক্তি হচ্ছেন ৪০ বছর বয়সী বিশ্বাস কুমার রমেশ, যিনি একজন ব্রিটিশ-ভারতীয় নাগরিক। ছুটিতে ভারতে এসেছিলেন এবং যুক্তরাজ্যে ফিরছিলেন। তিনি এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত হওয়া এআই ১৭১ ফ্লাইটের ১১-এ নম্বর আসনে ছিলেন। দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিশ্বাস সাদা টি-শার্ট ও গাঢ় প্যান্ট পরে খুঁড়িয়ে হাঁটছেন, তার পোশাকে ধোঁয়া ও রক্তের চিহ্ন স্পষ্ট।
আহমেদাবাদ পুলিশের কমিশনার জি এস মালিক সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, “আমরা ১১-এ আসনের এক যাত্রীকে জীবিত উদ্ধার করেছি। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।”
বিশ্বাস কুমার তার বোর্ডিং পাসও গণমাধ্যমকে দেখিয়েছেন, যেখানে নাম ও সিট নম্বর স্পষ্ট। তিনি জানান, “উড্ডয়নের ৩০ সেকেন্ড পরই একটি বিকট শব্দ হয়, এরপরই সবকিছু কেঁপে ওঠে—তারপর আর কিছু মনে নেই।”
বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী এআই ১৭১ ফ্লাইটটি উড্ডয়নের কয়েক মিনিট পরই বিধ্বস্ত হয়। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটিতে ২৪২ জন আরোহী ছিলেন। উড্ডয়নের পর ৮২৫ ফুট উচ্চতায় পৌঁছানোর সময় বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয় এবং দ্রুত নিচে নেমে আসে। পাইলট ককপিট থেকে ‘মেডে’ সংকেত পাঠালেও এরপরই সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিমানটি গিয়ে পড়ে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাস ভবনের ওপর। হোস্টেলের ডাইনিং হলে তখন শিক্ষার্থীরা দুপুরের খাবার খাচ্ছিলেন। ঘটনাস্থলেই পাঁচ মেডিকেল শিক্ষার্থী নিহত হন। দুর্ঘটনার পর পাওয়া ফুটেজে দেখা যায়, ধ্বংসাবশেষ হোস্টেলের দেয়াল ভেদ করে ভিতরে ঢুকে গেছে এবং টেবিলের উপর খাবার ও থালা-বাসন ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
বিমানটি চালাচ্ছিলেন অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল (৮,২০০ ঘন্টার ফ্লাইট অভিজ্ঞতা) এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর (১,১০০ ঘন্টা)।
ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি, পাখির ধাক্কা বা অন্য কোনো সমস্যা এর পেছনে থাকতে পারে।
দুর্ঘটনায় পড়া বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি মাত্র ১১ বছর পুরোনো এবং ভালো অবস্থায় ছিল বলে জানান বিশেষজ্ঞরা। ব্ল্যাক বক্স উদ্ধারের পর প্রকৃত কারণ উদঘাটনের আশা করা হচ্ছে।
এই মর্মান্তিক ঘটনায় ইতিমধ্যে ২০৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি আরোহীদের উদ্ধারে কাজ করছে পুলিশ ও উদ্ধারকারী দল।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com