[ad_1]
ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কি না—এ প্রশ্নে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল।
বৃহস্পতিবার (১২ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। তবে ভারত এ বিষয়ে কোনো সাড়া দেয়নি। এ প্রশ্নের জবাবে জসওয়াল সরাসরি শেখ হাসিনার বিষয়ে কিছু না বললেও বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়ে মন্তব্য করেন।
তিনি বলেন, “বাংলাদেশ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমরা বরাবরই দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচক ও গঠনমূলক হিসেবে গড়ে তোলার পক্ষে। দুই দেশের জনগণের আকাঙ্ক্ষা ও স্বার্থকে প্রাধান্য দিয়েই আমরা এগোতে চাই।”
সেই সঙ্গে তিনি সিরাজগঞ্জের রবীন্দ্র কাছারিবাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। তিনি বলেন, “৮ জুন সিরাজগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক নিবাসে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, যা শুধু বাংলাদেশের ঐতিহ্য নয়, মানবতার ওপরও আঘাত। আমরা এই ঘটনাকে কঠোরভাবে নিন্দা জানাই। এটি ছিল সহনশীলতার প্রতীক ও মিশ্র সংস্কৃতিকে মুছে ফেলতে চরমপন্থীদের পরিকল্পিত পদক্ষেপ।”
তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান, “এই হামলার পেছনে থাকা উগ্রপন্থীদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে এমন দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।”
ব্রিফিংয়ে আহমেদাবাদে সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা নিয়েও বক্তব্য দেন জসওয়াল। তিনি বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা, যাতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন। আমরা তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।”
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com