[ad_1]
লক্ষ্মীপুরে শ্বাসনালিতে খিচুড়ি আটকে অরি দাস নামে ৮ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে পৌর শহরের সমসেরাবাদ এলাকায় নানার বাড়িতে এ ঘটনা ঘটে।
অরি দাস ফেনী জেলার কার্তিক দাস ও শর্মি দাস দম্পতির একমাত্র সন্তান। ঈদের ছুটিতে মা-বাবার সঙ্গে সে নানার বাড়ি বেড়াতে আসে।
প্রতিবেশী স্বর্ণা দাস জানান, দুপুরের খাবারের সময় শিশুটিকে খিচুড়ি খাওয়ানো হচ্ছিল। এ সময় অসাবধানতাবশত খিচুড়ির অংশ গলায় আটকে যায়। সঙ্গে সঙ্গে শিশুটিকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্তানের এমন অপ্রত্যাশিত মৃত্যুর খবরে ভেঙে পড়েছে পরিবারটি।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল বলেন, শিশুটির শ্বাসনালিতে খাবার আটকে গিয়েছিল, যার ফলে তার মৃত্যু হয়। তিনি বলেন, “এমন ছোট শিশুদের খাওয়ানোর সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। ধৈর্য ও সময় নিয়ে, তাড়াহুড়ো না করে খাওয়াতে হবে।”
এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com