[ad_1]
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জাতিসংঘ সনদের আলোকে ইসরায়েলের এই হামলার বিরুদ্ধে জবাব দেওয়ার ‘আইনগত ও বৈধ’ অধিকার রয়েছে তেহরানের।
আজ শুক্রবার দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘আমাদের প্রিয় মাতৃভূমি ইরানের বিরুদ্ধে জায়নবাদী শাসনের এই আগ্রাসনের বিপজ্জনক ও সুদূরপ্রসারী প্রভাব ও পরিণতির জন্য ওই শাসন এবং এর সমর্থকেরা দায়ী থাকবে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘জায়নবাদী শাসনের এই ধৃষ্টতা মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমোদন ও সমন্বয় ছাড়া সম্ভব নয়। ফলে, প্রধান সহযোগী হিসেবে যুক্তরাষ্ট্রকেও এর দায় নিতে হবে।’
ইরান বলছে, তারা এই হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে না; বরং মার্কিন সহায়তায় সংঘটিত একটি পূর্বপরিকল্পিত আগ্রাসন হিসেবে দেখছে। ফলে এই ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে সতর্ক করেছে তেহরান।
ইসরায়েলের হামলা ও হতাহতের তথ্য
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, আজ শুক্রবার ভোরে ইসরায়েল দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়। এতে ইরানের সামরিক বাহিনীর প্রধান, রেভল্যুশনারি গার্ডের প্রধান, একজন পরমাণু বিজ্ঞানীসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।
‘অপারেশন রাইজিং লায়ন’
বিবিসির খবরে বলা হয়, ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ভণ্ডুল করতেই হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি সূত্রে জানানো হয়েছে, শতাধিক হামলা চালিয়ে অন্তত আটটি শহরে আঘাত হানা হয়েছে।
টাইমস অব ইসরায়েলকে অজ্ঞাত এক সামরিক কর্মকর্তা জানান, ইরানের ছয়টি অঞ্চলে বিমান হামলা চালানো হয়েছে। এসব অঞ্চলের মধ্যে রয়েছে: রাজধানী তেহরান ও আশপাশের সামরিক ঘাঁটি, নাতানজ – ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, তাবরিজ – পারমাণবিক গবেষণা কেন্দ্র ও সামরিক স্থাপনা, ইস্পাহান, আরাক, কেরমানশাহ যেখানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
তেহরানজুড়ে ছয় থেকে নয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। হামলায় কিছু আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরান বলেছে, ইসরায়েলের এই প্রাণঘাতী আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com