[ad_1]
ইসরায়েলের হামলাকে ইরান তাদের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ন্যায্যতা প্রমাণের একটি মোড়বদলের মুহূর্ত হিসেবে দেখছে। দেশটির পেজেশকিয়ান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, “এই কাপুরুষোচিত আগ্রাসন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নের যৌক্তিকতা আরও সুদৃঢ় করেছে।”
বিবৃতিতে আরও বলা হয়, “যে সময়ে কূটনৈতিকভাবে একটি পরমাণু সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছিল, ঠিক তখনই ইসরায়েলের এই আক্রমণ প্রমাণ করেছে তারা সংলাপ নয়, শক্তির ভাষায় কথা বলে। এমন একটি শিকারি রাষ্ট্রের সঙ্গে শক্তি ছাড়া অন্য কোনো ভাষা চলে না।”
ইসরায়েলি হামলায় নাতানজ পারমাণবিক কেন্দ্রে আঘাত হানা হয়েছে এবং ছয়জন পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরান। নিহত বিজ্ঞানীদের মধ্যে রয়েছেন ফেরেদুন আব্বাসি, যিনি ছিলেন ইরানের আণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান এবং মোহাম্মদ মেহদি তেহরানচি, তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট। এ হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ডস বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামিও নিহত হয়েছেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, “ইসরায়েল তাদের বর্বর প্রকৃতির প্রমাণ দিয়েছে। তারা এমন এক পথ বেছে নিয়েছে, যার পরিণতি তাদের জন্য ভয়াবহ হবে।”
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে—এই হামলার নিন্দা জানানো ও ইসরায়েলের আগ্রাসন রুখতে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার জন্য। বিবৃতিতে বলা হয়, “এই হামলা শুধু ইরানের নিরাপত্তা নয়, গোটা বৈশ্বিক নিরাপত্তার জন্যও একটি বড় হুমকি। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এ ঘটনার দায় এড়াতে পারে না।”
ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল আবুলফজল শেখারচি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইসরায়েল তাদের কাজের জন্য চড়া মূল্য দেবে। ইরানের প্রতিরক্ষা বাহিনী কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে।” নিরাপত্তা বাহিনীর একটি সূত্র রয়টার্সকে জানায়, “জবাব হবে কঠোর এবং ফল নির্ধারণকারী।”
হামলার পর জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, ইরানের পাল্টা হামলার আশঙ্কায় তেল আবিবসহ বিভিন্ন শহরে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে।
অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের সামরিক অভিযানের শুরু। তিনি জানান, এই অভিযান ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামোর বিরুদ্ধে এবং তা যতদিন প্রয়োজন চলবে। তাঁর ভাষায়, “ইসরায়েলের অস্তিত্ব রক্ষায় এ অভিযান জরুরি হয়ে পড়েছে। আমরা ইরানকে বোমা তৈরি করতে দেব না।”
বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি হামলায় যতটা ক্ষয়ক্ষতি হয়েছে, ততটাই আন্তর্জাতিকভাবে ইরানের পরমাণু কর্মসূচিকে বৈধতা দেওয়ার যুক্তি জোরদার হয়েছে। যেসব প্রশ্ন নিয়ে এতদিন আলোচনা চলছিল, সেগুলোর জবাব এখন ইরান আরও দৃঢ়তার সঙ্গে দিতে পারছে—সরাসরি বাস্তবতার প্রেক্ষিতে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com