কার পক্ষ নিলেন উদ্বিগ্ন কিয়ার স্টারমার?

Reporter Name / ২৩ Time View
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫


ইরানে ইসরায়েলের হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন।

শুক্রবার (১৩ জুন) আলজাজিরার লাইভ প্রতিবেদনে তার বিবৃতিটি উল্লেখ করা হয়। তাতে বলা হয়, ইরানে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যে নতুন সংকটের খবরে যুক্তরাজ্য জেগে রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

স্টারমার ইসরায়েলি হামলাকে উদ্বেগজনক বলে অভিহিত করেছেন এবং সকল পক্ষকে পিছু হটতে অনুরোধ জানিয়েছেন। তিনি জরুরি ভিত্তিতে উত্তেজনা কমাতে সব পক্ষের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, “এখন সংযম, শান্তি এবং কূটনীতিতে ফিরে আসার সময়।”

এদিকে, ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের ওপর ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। শুক্রবার (১৩ জুন) এক বিবৃতিতে সৌদি কড়া প্রতিক্রিয়া জানায়—খবর আলজাজিরার।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “সৌদি আরব এই জঘন্য হামলার নিন্দা জানায়। এটি নিশ্চিত যে আন্তর্জাতিক সম্প্রদায় এবং নিরাপত্তা পরিষদের এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করার বড় দায়িত্ব রয়েছে।”

বৃহস্পতিবার (১২ জুন) রাত ৩টার দিকে ইরানে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতারা নিহত হন। এদের মধ্যে রয়েছেন ইসলামি রেভল্যুশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামি ও সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি।

এছাড়া ইসরায়েলের হামলায় ইরানের দুই পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। তাসনিম নিউজের বরাতে আলজাজিরা এ তথ্য জানায়।

ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি হামলায় পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ফেরেদুন আব্বাসি নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ জুন) সকালে ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান। গত কয়েক ঘণ্টায় ইরান ইসরায়েলে ১০০টিরও বেশি ড্রোন ছুঁড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেগুলো ভূপাতিত করার চেষ্টা করছে।

দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, পাল্টা আক্রমণে ব্যবহৃত ইরানের ড্রোনগুলোর মধ্যে শক্তিশালী শাহেদ ভেরিয়েন্টও রয়েছে। ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে এমন একটি ড্রোনকে ইরানি শাহেদ-১৩৬ ড্রোন বলে শনাক্ত করেছে ইসরায়েলিরা। এটিই পূর্ব ইরাকের উপর দিয়ে নিচু হয়ে পশ্চিম দিকে উড়ে যাচ্ছিল। এর মধ্য দিয়ে ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু হয়েছে, বলেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/