পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস এলাকায় গণঅধিকার পরিষদ (জিওপি) ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংঘর্ষ শুরু হয়। এ সময় গণঅধিকার পরিষদের বিক্ষুব্ধ নেতাকর্মীরা স্থানীয় বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালায়।
সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ছোট ভাই আমিনুল ইসলাম নুর, কামাল খলিফা, ইলিয়াস হোসেন, রবি মোল্লা, মারুফ হোসেন, শান্ত, শুভ, লোকমান হোসেন, মাকসুদ খান, মফিজ উদ্দিন, আব্দুর রাজ্জাক ও সোহেল রানা রয়েছেন।
সংঘর্ষের জেরে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষের কর্মী-সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে পুনরায় সংঘর্ষে জড়ানোর আশঙ্কায় সংঘবদ্ধ হচ্ছে। জিওপি ও বিএনপির নেতারা একে অপরকে দায়ী করেছেন।
ঘটনার সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়ায় দলীয় গণসংযোগে ছিলেন। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা তাঁকে দলীয় কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ করে রাখে।
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু নাঈম বলেন, আমিনুল ইসলাম নুর স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে চর বিশ্বাস বাজারে মতবিনিময় করছিলেন। তখনই বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। পরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা প্রতিক্রিয়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর করে।
অপরদিকে, গলাচিপা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান বলেন, “চর বিশ্বাসে বিএনপির শান্তিপূর্ণ সভায় হামলা করে জিওপি কর্মীরা। এতে আমাদের ১০-১২ জন কর্মী আহত হয়েছেন।”
গলাচিপা থানার ওসি মো. আসাদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সংঘর্ষে প্রাথমিকভাবে ৫-৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
https://slotbet.online/