পটুয়াখালীর গলাচিপা ও দশমিনায় বিএনপি এবং গণ অধিকার পরিষদের পাল্টাপাল্টি কর্মসূচি ও সংঘর্ষের জেরে উপজেলা প্রশাসন শুক্রবার (১৩ জুন) সকাল ৮টা থেকে ১৪৪ ধারা জারি করেছে। এই আদেশ বলবৎ থাকবে রোববার সকাল ৮টা পর্যন্ত।
বৃহস্পতিবার রাতে গলাচিপা উপজেলার চর বিশ্বাস এলাকায় দুই দলের মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। এ ঘটনার পর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, যিনি ভিপি নূর নামে পরিচিত, বকুলবাড়িয়া বাজার এলাকায় চার ঘণ্টা অবরুদ্ধ থাকেন। পরে রাত ৩টার দিকে তিনি গলাচিপা শহরে পৌঁছান এবং রাতে স্থানীয় ডাকবাংলোয় অবস্থান করেন।
সংঘর্ষ ও অবরুদ্ধের ঘটনায় গলাচিপা জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।
ভিপি নুর বলেন, “আমাকে অবরুদ্ধ করে রেখেছিল বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা।”
অন্যদিকে প্রশাসনের নির্দেশনা মেনে বিএনপি তাদের পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করেছে। বিএনপির নেতা হাসান মামুন বলেন, “চর বিশ্বাসে গণ অধিকার পরিষদের হামলায় আমাদের নেতা-কর্মীরা ক্ষুব্ধ। তবে আমরা শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছি।”
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “উভয় পক্ষকে শান্ত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।”
https://slotbet.online/