[ad_1]
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাইঘাট এলাকায় যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া কলেজছাত্র মেরাজুল ইসলাম তমালের (১৮) মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকালে স্থানীয়রা তার মরদেহ নদীতে ভেসে থাকতে দেখে উদ্ধার করেন।
তমাল বগুড়ার জামালপুর গ্রামের বাসিন্দা হারুনুর রশিদের ছেলে এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার (১১ জুন) সকালে বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাইঘাট এলাকায় নানার বাড়িতে বেড়াতে যান তমাল। সেখানে মামাতো ভাইয়ের সঙ্গে যমুনা নদীতে গোসলে নামেন তিনি। কিছুক্ষণ পর তমাল হঠাৎ পানিতে ডুবে নিখোঁজ হয়ে যান। পরে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘণ্টা অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।
কাজিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিখোঁজের তিন দিন পর আজ সকালে মরদেহ ভেসে উঠে। পরে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com