পটুয়াখালীতে ছেলের হাতে সৎ মা ও দাদি খুন

Reporter Name / ২৯ Time View
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫


পটুয়াখালীতে সৎ মা সহিদা বেগম (৪৮) ও দাদি কুলসুম বিবি (১২৫)-কে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে আল-আমিন (২৭) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক।

শুক্রবার দুপুর একটার দিকে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পলাতক রয়েছে ওই যুবক। সে ওই গ্রামের আবদুর রাজ্জাক খানের ছেলে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে আল-আমিন তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে তাকে ৩ থেকে ৪ দিন আগে খুঁজে পেয়ে বাড়িতে নিয়ে আসা হয়। আল-আমিনকে পাবনা মানসিক হাসপাতালে প্রেরণের জন্য দুপুরে তার বড় ভাই পরিচয়পত্র সংগ্রহে মহিলা ইউপি সদস্যের কাছে যান। এ সময় তার পিতা কাজের উদ্দেশ্যে বাইরে যান। এ সুযোগে আল-আমিন তার সৎ মা ও দাদিকে ঘরে একা পেয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে।

পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ বলেন, “লাশ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্ত আল-আমিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/