ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর আগে ফ্রান্সকে কোনো ধরনের পূর্ববার্তা দেয়নি ইসরায়েল। তেল আবিবের যুক্তি, ফ্রান্স এখন আর সেই আগের মতো ঘনিষ্ঠ মিত্র নয়। শুক্রবার ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জোশুয়া জারকা এই মন্তব্য করেছেন।
ফরাসি গণমাধ্যম আরটিএল রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে জারকা বলেন, ‘ফরাসি রাষ্ট্র বর্তমানে আগের মতো আমাদের ঘনিষ্ঠ নয়। তারা আমাদের মিত্র বটে, তবে এমন এক পর্যায়ে নেই যে, এমন একটি সামরিক অভিযানের আগে তাদের আগাম অবহিত করতে হবে।’
তিনি আরও জানান, ইরানে চলমান সামরিক অভিযান কয়েক দিন ধরে অব্যাহত থাকবে। এর মূল লক্ষ্য হলো—ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা।
জোশুয়া জারকা ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরান বিষয়ক দায়িত্বেও আগে কর্মরত ছিলেন, ফলে এই বিষয়ে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
সম্প্রতি ফ্রান্সের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে আসে। গত মাসে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ হুঁশিয়ারি দিয়েছিলেন যে, গাজায় চলমান মানবিক সংকটের যথাযথ সমাধান না হলে ফ্রান্স ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করতে পারে।
https://slotbet.online/