বান্দরবানের আলীকদমে ঝরনার প্রবল পানির স্রোতে ভেসে নিখোঁজ হওয়া স্মৃতি আক্তার (২৪) নামে এক নারী পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে আলীকদমের তৈন খালের আমতলী ঘাট থেকে ওই পর্যটকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত স্মৃতি আক্তার ময়মনসিংহ জেলার বাকি সাভার গ্রামের মো. হাবিবুর রহমানের মেয়ে।
পর্যটকরা জানান, ১৯ জনের একটি দল আলীকদমের ক্রিস্টং পাহাড় ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছিলেন। সেখান থেকে ক্রিস্টং পাহাড় ও আশপাশে ঘুরে শামুক ঝরনা নামের একটি ঝিরি পার হওয়ার সময় হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়। ঝরনাটি পার হওয়ার সময় প্রবল পানির স্রোতে তিনজন পর্যটক ভেসে গিয়ে নিখোঁজ হন। নিখোঁজদের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার হলেও এখনো একজন নিখোঁজ রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে তৈন খালে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দল এসে আমতলী ঘাট থেকে মরদেহটি উদ্ধার করে। নিখোঁজ তিনজনের মধ্যে একজন নারী পর্যটক বলে নিশ্চিত করেছে পুলিশ।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির বলেন, “সকালে তৈন খাল থেকে এক নারী পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুইজন পর্যটকের মরদেহ উদ্ধার করা হলেও আরও একজন নিখোঁজ রয়েছেন। উদ্ধারের কাজ চলমান রয়েছে।”
https://slotbet.online/