সাতক্ষীরা জেলার গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ৩৬৮৮ কোটি টাকার এক বৃহৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামে অনুষ্ঠিত একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মকছুদ জাহেদী।
শুক্রবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে “দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় গাভী পালন বিষয়ক এক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সচিব। এ সময় তিনি বলেন, “এই প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরার গ্রামাঞ্চলের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টসহ অবকাঠামো উন্নয়ন করা হবে। পাশাপাশি সাধারণ মানুষকে আত্মনির্ভরশীল করে তোলাই সরকারের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও যুগ্ম সচিব মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপসচিব আকবর হোসেন, সমবায় অধিদপ্তরের প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মদ এবং স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরা অঞ্চলের উপপরিচালক মাশরুবা ফেরদৌস।
সচিব রেজাউল মকছুদ আরও বলেন, “ইতোমধ্যে কলারোয়ার কুশোডাঙ্গা গ্রামকে ‘আদর্শ গ্রাম’ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। ভবিষ্যতে পুরো সাতক্ষীরা জেলা ‘আদর্শ জেলা’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম, জেলা সমবায় অফিসার এফ.এম. সেলিম আক্তার, উপজেলা সমবায় অফিসার অনিমেষ কুমার দাস, উপজেলা প্রকৌশলী ইমরান আহমেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা এস.এম.এ. সোহেল, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন এবং উপকারভোগী কুশোডাঙ্গা দুগ্ধ সমিতির সদস্য সম্রাট হোসেন।
উপজেলা সমবায় অফিসার অনিমেষ কুমার দাস জানান, উপজেলার কুশোডাঙ্গা ও পারিকুপি গ্রামের অধীনে দুটি দুগ্ধ সমিতির মোট ১০০ জন নারী-পুরুষ প্রশিক্ষণার্থীকে গাভী পালনের ওপর নিবিড় প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রতিজন উপকারভোগীকে গরু কেনার জন্য ১ লাখ ৬০ হাজার টাকা এবং খাদ্য কেনার জন্য ৪০ হাজার টাকা, অর্থাৎ মোট ২ লাখ টাকা বিনা সুদে ঋণ হিসেবে প্রদান করা হবে।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, জনপ্রতিনিধি এবং প্রশিক্ষণার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
https://slotbet.online/