[ad_1]
অন্তর্বর্তীকালীন সরকারের ১১ মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অনেক উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এবারের ঈদে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোমতো নিয়ন্ত্রণে ছিল। কিছু বিচ্ছিন্ন চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো সমস্যা হয়নি। এটি স্পষ্ট করে যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে।”
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির কোনো সীমানা নেই। যতটা উন্নতি হবে, ততই ভালো। আমরা সবসময় আরও উন্নতির চেষ্টা করছি।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সরকার এপিবিএন, থানা পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে।
এপিবিএন সদস্যদের মারণাস্ত্র ব্যবহারের বিষয়ে তিনি বলেন, “এপিবিএনের নিয়ম ও সাধারণ পুলিশের নিয়ম আলাদা। যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হলে এপিবিএন সেনাবাহিনীর সঙ্গে মিলিত হয়ে লড়াই করে, যেখানে তারা সম্মুখসারিতে থেকে যুদ্ধ করেন। এজন্য তাদের হাতিয়ার অন্যান্য বাহিনীর থেকে ভিন্ন এবং ভারি। প্রত্যেক বাহিনীর সদস্যদের নিজ নিজ অস্ত্র থাকবে, তবে মারণাস্ত্র বলতে ভারি অস্ত্র বোঝায়, যা শুধুমাত্র এপিবিএনের কাছে থাকবে।”
তিনি স্পষ্ট করেন, “মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো হালকা অস্ত্র থাকবে, কিন্তু ভারি মারণাস্ত্র তাদের কাছে থাকবে না।”
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রাজধানীতে যানজট কমাতে সরকার কাজ করছে। “সাধারণত একটি দেশের রাস্তার পরিমাণ ২০ শতাংশ হওয়া উচিত, কিন্তু আমাদের দেশে তা ৭ শতাংশের নিচে, অথচ গাড়ির সংখ্যা বাড়ছে। এজন্য যানজটের সমস্যা রয়েছে, যা সমাধানে আমরা কাজ করে যাচ্ছি।”
অন্তর্বর্তী সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির এই উন্নতি দেশের জন্য ইতিবাচক বলে মন্তব্য করেন তিনি।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com