ইউনূস সরকার : সোজাপথে হাঁটুন

Reporter Name / ৩১ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫


বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকার যে সংস্কার কাজের দায়িত্ব নিয়েছে, তা সম্পন্ন করতে এক মাসের বেশি সময় লাগার কথা না। তিনি জাতীয় ঐকমত্য কমিশনের কাজ চলতি জুন ও আগামী জুলাই মাসের মধ্যে শেষ করার জোর দাবি জানান।

শনিবার (১৪ জুন) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দলের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাইফুল হক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা শুরু থেকেই বলেছি, সোজাপথে হাঁটুন। বিচারের কাজকে দৃশ্যমান ও কার্যকর করুন। যেমন একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছি, তেমনি গত বছরের অভ্যুত্থানে যারা মানুষ হত্যা করেছে তাদেরও বিচারের আওতায় আনা দরকার। সরকার দীর্ঘ সময় নিয়েছে সংস্কার প্রক্রিয়ায়, কিন্তু এখন আর সময় নিতে হবে না। আমরা আশা করি, জুন-জুলাই মাসের মধ্যেই জাতীয় ঐকমত্য কমিশন তাদের কাজ শেষ করবে। ‘জুলাই সনদে’ যেন সব রাজনৈতিক দল স্বাক্ষর করতে পারে, সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিন।”

তিনি আরও বলেন, “সরকারের হাতে যে কাজ রয়েছে, তা শেষ করতে এক মাসের বেশি সময় লাগার কথা না। আশা করব সরকার গড়িমসি না করে দ্রুত এই কাজ সম্পন্ন করবে।”

সাইফুল হক জানান, গত ২১ বছর ধরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রাম ও জাতীয় স্বার্থ রক্ষার লড়াইয়ে সক্রিয় ভূমিকা পালন করেছে। অনেক নেতাকর্মী শহীদ, আহত ও মামলা-জটিলতায় পড়েছে।

তিনি বলেন, “আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে এখনো যারা রাজপথে রয়েছেন, তাদের মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অন্যতম। ২০২৩ সালের ২৮ নভেম্বরের ঘটনায় অনেক দল পুলিশের ভয়ে পিছু হটলেও আমরা তখনো রাজপথে ছিলাম এবং ফ্যাসিবাদকে বিদায় দেওয়ার অঙ্গীকার পালন করেছি। জুলাইয়ের গণ-অভ্যুত্থানেও আমাদের কর্মীরা সক্রিয় ছিল, আহত ও শহীদ হয়েছেন। এই অর্জন যেকোনো মূল্যে রক্ষা করতে হবে।”

সাইফুল হক একাত্তর থেকে শুরু করে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদ সকল মানুষের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানান।

সমাবেশে দলের অন্যান্য নেতৃবৃন্দ মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, আনসার আলী দুলাল, আবু হাসান টিপু, আকবর খান, জামিরুল রহমান ডালি, সাইফুল ইসলাম এবং বহ্নি শিখা জামালি প্রমুখ বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/