[ad_1]
ইসরায়েলের গর্ব আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ করে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইরান। শুক্রবার ইসরায়েলের দফায় দফায় বিমান হামলার জবাবে তেহরান তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তরে সরাসরি আঘাত হানে। এতে ইসরায়েলের সামরিক কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ গুড়িয়ে দিয়েছে ইরান এমনটাই দাবি করছে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র।
বিশ্ববিখ্যাত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ সাধারণত শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করে দেয়। এটি ইসরায়েলের জন্য শুধু নিরাপত্তা নয়, বরং জাতীয় অহংকারের প্রতীকও। তবে এবার ইরানি ক্ষেপণাস্ত্র সেই প্রতিরক্ষা বলয় ভেদ করে লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানে।
দ্য টাইমস যাচাই করা একটি ভিডিও ফুটেজে দেখা যায়, তেল আবিবের কেন্দ্রস্থলে অবস্থিত কিরিয়া এলাকার সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ছোড়া হয় ইরানের ক্ষেপণাস্ত্র। ১৯ সেকেন্ডের ওই ভিডিওতে বিস্ফোরণের বিকট শব্দ, আগুনের গোলা এবং আলোর ঝলক স্পষ্ট দেখা যায়। এতে আয়রন ডোম প্রতিরোধ করলেও পুরোপুরি ব্যর্থ হয়, এবং ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আঘাত হানে।
হামলার পটভূমিতে রয়েছে ইসরায়েলের আগের দিনের বিমান হামলা, যেখানে ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটিতে একাধিক বিমান আক্রমণ চালানো হয়। এতে ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। ওই হামলার পরপরই ইরান জানায়, তারা যথাযথ প্রতিশোধ নেবে।
এ হামলার মাধ্যমে ইরান কেবল আয়রন ডোমের প্রযুক্তিগত সীমাবদ্ধতা নয়, বরং ইসরায়েলের প্রতিরক্ষা কৌশলকেও চ্যালেঞ্জ জানিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে, আর দুই দেশের এই সংঘাত পুরো অঞ্চলজুড়ে একটি নতুন যুদ্ধ পরিস্থিতির সম্ভাবনা তৈরি করেছে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com