[ad_1]
কুষ্টিয়ায় সাপের কামড়ে শেফালি খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) সকাল ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শেফালি খাতুন মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকার মোহাম্মাদ আব্দুল্লাহর স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, আজ ভোররাতে ধান সিদ্ধ করার জন্য শেফালি রান্না ঘর থেকে জ্বালানী নেবার সময় তাকে সাপে কামড় দেয়। পরে তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম। তিনি বলেন, সাপের কামড়ে বিষক্রিয়া হয়ে একজন নারীর মৃত্যু হয়েছে। তবে কি সাপের কামড়ে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করা যায়নি বলেও তিনি জানান।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com