[ad_1]
তিন ধাপের অপারেশন ‘ট্রু প্রমিজ থ্রি’ শুরু করে ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার রাতে শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান, যা সরাসরি আঘাত হানে তেল আবিব ও আশপাশের গুরুত্বপূর্ণ ঘাঁটি ও স্থাপনায়।
প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, রাজধানী তেল আবিবের অনেক এলাকা হামলায় বিধ্বস্ত হয়েছে। ঘরবাড়ি ও স্থাপনায় আঘাত লেগেছে।
ইরান জানিয়েছে, এই অপারেশন ছিল ইসরায়েলি হামলার পাল্টা জবাব। শুক্রবার গভীর রাতে ইসরায়েল আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালালে অপারেশন ‘ট্রু প্রমিজ থ্রি’ শুরু করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ও সেনাবাহিনী।
ইরান আরও জানায়, এই হামলায় চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাঘেরি, আইআরজিসি কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া ঘাঁটির কমান্ডার ঘোলাম আলী রাশিদ, অ্যারোস্পেস কমান্ডার আমির আলী হাজিজাদে এবং অন্তত ছয়জন পারমাণবিক বিজ্ঞানী শহীদ হয়েছেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এই ‘অপরাধের’ জন্য ইসরায়েলকে কঠিন শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, “এই অপরাধের মাধ্যমে জায়নিস্টরা নিজেদের জন্য যে দুর্ভাগ্য ও যন্ত্রণা এনেছে, তা অল্প দিনেই দেখতে পাবে।”
ইরান আগেই হুঁশিয়ার করেছিল যে, তারা একসাথে ছয় শতাধিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সক্ষমতা অর্জন করেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ইসরায়েল যদি উত্তেজনা বাড়ায়, তবে তার ফলাফল ভয়াবহ হবে।
‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’র তিন ধাপ:
১. প্রথম ধাপে বিমানঘাঁটি ও রাডার ব্যবস্থার ধ্বংস
২. দ্বিতীয় ধাপে হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীদের মাধ্যমে সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা
৩. তৃতীয় ও চূড়ান্ত ধাপে ভূগর্ভস্থ ঘাঁটি থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
বিশ্লেষকদের মতে, এই ধরনের সমন্বিত আক্রমণের মুখে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর, তা এখন সবচেয়ে বড় প্রশ্ন।
এদিকে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম ধ্বংসকারী যুদ্ধজাহাজ ইউএসএস থমাস হাডনার-কে পশ্চিম ভূমধ্যসাগর থেকে পূর্ব ভূমধ্যসাগরের দিকে যাত্রা করার নির্দেশ দেওয়া হয়েছে। আরও একটি যুদ্ধজাহাজকেও অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার (১৩ জুন) মার্কিন কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে সামরিক সম্পদ সরিয়ে নিচ্ছে, যার মধ্যে জাহাজও রয়েছে। মার্কিন যুদ্ধবিমানগুলোও মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিচ্ছে এবং বিমানঘাঁটিগুলোতে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। এসব এখনো চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে, এবং আনুষ্ঠানিকভাবে অনেক কিছু প্রকাশ করা হয়নি।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com