[ad_1]
বান্দরবানের আলীকদমে তিন পর্যটকের মৃত্যুর ঘটনায় অনলাইনভিত্তিক ভ্রমণ গ্রুপ “ট্যুর এক্সপার্ট“–এর অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত স্মৃতি আক্তারের বাবা মো. হাবিবুর রহমান বর্ষা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার পর শনিবার (১৪ জুন) বেলা ১১টার পর আলীকদম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার পুপার জিনিয়া চাকমা।
তিনি জানান, ঘটনার পর থেকেই বর্ষা ইসলাম পুলিশ হেফাজতে ছিলেন। পরবর্তীতে মামলা দায়ের হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তারকৃত বর্ষা ইসলাম বৃষ্টি যশোরের বাসিন্দা হলেও বর্তমানে ঢাকায় বসবাস করেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১১ জুন বর্ষার নেতৃত্বে “ট্যুর এক্সপার্ট” গ্রুপের ৩৩ জনের একটি দল আলীকদমে ভ্রমণে যায়। তাদের সঙ্গে কো-হোস্ট ছিলেন হাসান নামের একজন এবং স্থানীয় গাইড হিসেবে ছিলেন সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা। ট্যুরের মূল উদ্দেশ্য ছিল আলীকদম উপজেলার ক্রিসতং পাহাড়, থানচির লিমান লিবলু ও সাকাহাফং চূড়া জয় করা।
ভ্রমণকারী দলটি পথে বিভক্ত হয়ে ২২ জনের একটি দল তৈন খাল পার হওয়ার চেষ্টা করে। এ সময় ১৯ জন নিরাপদে পার হলেও স্রোতের তোড়ে কো-হোস্ট হাসান চৌধুরী শুভ, স্মৃতি আক্তার ও শেখ জুবাইরুল ইসলাম পানিতে ভেসে যান।
পরদিন ভোরে কানাই মাঝির ঘাট এলাকা থেকে শেখ জুবাইরুল ইসলামের মরদেহ এবং শুক্রবার আমতলী ঘাট এলাকা থেকে স্মৃতি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছেন হাসান।
স্মৃতির বাবা হাবিবুর রহমান অভিযোগ করেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক অনুমতি ছাড়া ঝুঁকিপূর্ণ ওই ট্যুর আয়োজন করায় এই দুর্ঘটনা ঘটেছে। মামলায় বর্ষা ইসলামসহ সংশ্লিষ্টদের গাফিলতিকে মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল নোমান জানান, নিহত স্মৃতির পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, মামলার প্রধান আসামিকে সেনাবাহিনীর সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com