ফের ইসরাইলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

Reporter Name / ২৮ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫


ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা চালিয়েছে ইরান। রাজধানী তেলআবিব ও ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

শনিবার (১৪ জুন) মধ্যরাতে এই হামলা চালায় ইরান। রয়টার্স-এর খবরে এ তথ্য জানানো হয়।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও সাধারণ জনগণকে আবারও আশ্রয়কেন্দ্রে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে বলা হয়েছে। এর কয়েক মিনিট পরই তেলআবিব ও জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

রয়টার্স-এর প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, তেলআবিবে মিসাইল সদৃশ একটি বস্তু আছড়ে পড়ার পর ধোঁয়ার কুণ্ডলি উঠছে। ইরান সর্বশেষ এই হামলাটি চালায় যখন সেখানে রাত ১টা ৩০ মিনিট বেজেছিল।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালাচ্ছে দখলদার ইসরাইল। নিউইয়র্ক টাইমস শনিবার এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানের পাস্তুর এলাকায় ইসরাইলি হামলা রুখে দিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে দেশটির বাহিনী। ওই এলাকাতেই অবস্থান করেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

সেখানকার বাসিন্দারা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, ওই এলাকায় অব্যাহতভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে মিসাইল ছোড়া হচ্ছে, যেন ইসরাইলি মিসাইল সেখানে কোনোভাবেই আঘাত হানতে না পারে।

সূত্র: সিএনএন, নিউইয়র্ক টাইমস, রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/