[ad_1]
কক্সবাজারের মহেশখালী থেকে মিয়ানমারে অবৈধ পাচারকালে প্রায় ৭৮ লাখ টাকার ২৯১ বস্তা ইউরিয়া সার এবং ৯ হাজার ৭২ পিস রয়েল টাইগার এনার্জি ড্রিংক্সসহ ছয়জনকে আটক করেছে কোস্ট গার্ড।
আটককৃতদের মধ্যে রয়েছেন করিমুল্লাহর ছেলে মোহাম্মদ নূর (৩৫), জাহেদ হোসেনের ছেলে মো. তারেক (১৭), আবু তাহেরের ছেলে মো. আরাফাত (১৯), মো. আলীর ছেলে মো. ফারুক (২১), আব্দুর রশিদের ছেলে মো. সাদ্দাম (২০) এবং সের আলীর ছেলে মো. আমিন (২৮)। সকলেই মহেশখালী থানার বাসিন্দা।
শনিবার (১৪ জুন) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ১৩ মে শুক্রবার দুপুরে কোস্ট গার্ড কক্সবাজারের নাজিরারটেক সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। ওই সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে বোটটি দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। এক ঘণ্টার ধাওয়ার পর বোটটিকে আটক করা হয়।
তল্লাশির সময় পাওয়া যায় অবৈধভাবে শুল্ক ও কর ফাঁকি দিয়ে পাচারকৃত ইউরিয়া সার ও এনার্জি ড্রিংক্স। আটককৃত পাচারকারীরা কক্সবাজারের মহেশখালী এলাকার বাসিন্দা।
জব্দকৃত সার ও এনার্জি ড্রিংক্স কক্সবাজার কাস্টমসের হাতে তুলে দেয়া হয়েছে। এছাড়া, পাচারে ব্যবহৃত বোট ও পাচারকারীদের কক্সবাজার মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com