রায়পুরায় বিএনপি নেতা খোকনের সংবাদ সম্মেলন

Reporter Name / ৩০ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫


নরসিংদীর রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। শনিবার (১৪ জুন) দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেনউপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন। তিনি বলেন, রায়পুরা উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগকে কেন্দ্র করে আমাকে জড়িয়ে গণমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও ভুল তথ্যসম্বলিত সংবাদ প্রকাশ করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। প্রকৃতপক্ষে ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে রায়পুরা উপজেলা প্রশাসন, এতে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমি দুইবার রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। জাতীয়তাবাদী ছাত্রদল থেকে রাজনীতি শুরু করে প্রায় ৩৯ বছর ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছি। স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনে বারবার কারাবরণ করেছি। ৫ আগস্টের পর নির্যাতিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করেছি। আওয়ামী লীগের দোসররা ষড়যন্ত্র করছে, তাদের প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হযরত আলী ভূইয়া, সহসভাপতি মোজাম্মেল হক ও ফখরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ইফতেখার আহমেদ ভূইয়া ইতু, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন, শিল্প বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিক, উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা আসাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিএনপির নেতাকর্মীদের দাবি, রায়পুরা উপজেলা বিএনপির নেতৃত্ব শূন্য সময়ে আব্দুর রহমান খোকন দলের সাংগঠনিক কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীরা তার সাহসিকতা, সততা ও ত্যাগের কথা তুলে ধরে একের পর এক পোস্ট দিচ্ছেন। ছাত্রদল থেকে রাজনৈতিক যাত্রা শুরু করা খোকন নরসিংদী সরকারি কলেজে তুখোড় মেধাবী ও সাহসী ছাত্রনেতা হিসেবে পরিচিত ছিলেন।

দলের দুঃসময়ে তার সাহসী ভূমিকার জন্য তাকে দুইবার রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সামাজিকভাবেও তিনি শ্রদ্ধার পাত্র; তিনি সেরাজনগর এমএ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের পক্ষে কাজ করে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময়েও তিনি সাহসিকতার সঙ্গে দলের নেতাকর্মীদের পাশে দাঁড়ান। একাধিক গায়েবি মামলার আসামি হয়ে বহুবার কারাবরণ করেছেন তিনি। তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে প্রতিটি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

সম্প্রতি একটি মিথ্যা ফেসবুক স্ট্যাটাসের সূত্র ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়েছে, তা একজন সৎ, ত্যাগী রাজনৈতিক নেতাকে অপদস্ত করার চেষ্টা বলেই নেতাকর্মীদের দাবি। তারা এই মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/