ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের সামরিক হামলার পর ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সোমবার (১৬ জুন) সকালে সংস্থাটির সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, হামলার ঘটনার পর আন্তর্জাতিক উত্তেজনা বেড়ে যাওয়ায় রাশিয়া ও ভেনেজুয়েলা যৌথভাবে আইএইএর কাছে জরুরি বৈঠকের অনুরোধ জানায়। সেই ভিত্তিতেই সংস্থাটি বৈঠকের সিদ্ধান্ত নেয়।
ইসরায়েলের হামলায় ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩০ জনই সামরিক কর্মী এবং একজন রেড ক্রিসেন্ট সদস্য। আহত হয়েছেন অন্তত ৫৫ জন। এছাড়া তেহরানের একটি ভবনে আরও একটি হামলায় ২০ শিশু সহ ৬০ জনের প্রাণহানির খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
সর্বশেষ হিসাব অনুযায়ী, ইসরায়েলি হামলায় ইরানে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র নিশ্চিত করেছে।
অন্যদিকে ইরানি পাল্টা হামলায় ইসরায়েলের ১৩ জন নিহত হয়েছে বলে জানা গেছে।
বিশ্বজুড়ে চলমান এই পারমাণবিক উত্তেজনার মধ্যে আইএইএর এই জরুরি বৈঠককে বিশ্লেষকরা গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন। বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এটি বৃহত্তর যুদ্ধাবস্থার দিকে গড়াতে পারে।
https://slotbet.online/