ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছোট ছেলে আভনার নেতানিয়াহুর বিয়ে স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ জুন) তার দীর্ঘদিনের সঙ্গী অমিত ইয়ার্দেনির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল।
বিয়ের আয়োজন করা হয়েছিল তেলআবিবের উপকণ্ঠে অবস্থিত রোনিত ফার্ম নামের একটি অভিজাত স্থানে। অনুষ্ঠানে কয়েকশ অতিথিকে আমন্ত্রণ জানানো হলেও, কোনো রাজনীতিক, মন্ত্রী বা নেসেট সদস্যকে আমন্ত্রণ জানানো হয়নি।
তবে এই বিয়ে ঘিরে আগে থেকেই সমালোচনা চলছিল। সরকারের সমালোচকরা প্রশ্ন তুলেছিলেন—গাজায় বন্দি ইসরায়েলি জিম্মিদের উদ্ধারে কার্যকর পদক্ষেপ না নিয়ে নেতানিয়াহু পরিবারের বিয়ের আয়োজন কতটা যুক্তিযুক্ত।
সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শুক্রবার ইসরায়েল ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বড় ধরনের সামরিক হামলা চালায়, যার পাল্টা জবাবে ইরানও হামলা শুরু করে। সারা ইসরায়েলজুড়ে জরুরি অবস্থা জারি হয়, সাইরেন বেজে ওঠে, সাধারণ মানুষ আশ্রয়কেন্দ্রে ছুটে যায়।
বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তেলআবিব থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত কিবুৎজ ইয়াকুম এলাকায়। সেখানে নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং বিয়ের দিন ১.৫ কিলোমিটার রেডিয়াসজুড়ে আকাশসীমা বন্ধ রাখার ঘোষণাও দেওয়া হয়েছিল। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি মাথায় রেখে শেষ পর্যন্ত বিয়ের অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেয় নেতানিয়াহু পরিবার।
https://slotbet.online/