দাঁড়িয়ে থাকা ট্রাকে ৩ বাসের ধাক্কা পুলিশসহ নিহত ২

Reporter Name / ২৭ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫


গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন দিক থেকে পরপর তিনটি বাস ধাক্কা দিলে পুলিশ কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় নৌবাহিনীর এক কর্মকর্তাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির সামনে, ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে প্রায় দুই ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাকসুদুর রহমান মোরাদ জানান, পুলিশ ফাঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রথমে ধাক্কা দেয় আরমান পরিবহনের একটি বাস। এর সঙ্গে সঙ্গে এসপি গ্রীন লাইনের অপর একটি যাত্রীবাহী বাসও এসে ধাক্কা দেয়। এতে আরমান পরিবহনের হেলপার ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনার পরপরই ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের একটি টিম উদ্ধার কাজ শুরু করে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খুলনাগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি বাস দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাস দুটিকে ধাক্কা দিলে চতুর্মুখী সংঘর্ষ হয়। এতে উদ্ধারকাজে নিয়োজিত এএসআই রফিকুল ইসলামসহ আরও তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন। গুরুতর আহত রফিকুল ইসলামকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত এএসআই রফিকুল ইসলাম ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তবে নিহত বাস হেলপারের নাম-পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ওই মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলী সরদারের নেতৃত্বে একটি ইউনিট দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/