[ad_1]
দুর্নীতি দমন কমিশন (দুদক) আবারও তলব করলো ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে। অবৈধভাবে ঢাকার গুলশানের ইস্টার্ন হাউজিং থেকে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে টিউলিপের বিরুদ্ধে মামলা রয়েছে। এই মামলায় গত মে মাসে তাকে তলব করা হয়েছিল। কিন্তু টিউলিপ অভিযোগ করেছেন যে, তিনি চিঠি পাচ্ছেন না।
এমন পরিস্থিতিতে দুদক আগের ঠিকানাগুলোসহ আরও দুইটি নতুন ঠিকানায়—মোট পাঁচটি স্থানে—তলব নোটিশ পাঠিয়েছে। ২২ জুন রাজধানীর পাঁচটি ঠিকানায় দুদকের পক্ষ থেকে তলব নোটিশ পাঠানো হবে বলে দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন। নোটিশগুলো সংশ্লিষ্ট থানা, রেজিস্ট্রি ডাকযোগে এবং দুদক কর্মকর্তারা সরাসরি প্রকাশ্য স্থানে রাখবেন।
এর আগে, ১৪ মে দুদক টিউলিপ সিদ্দিককে প্রথমবারের মতো তলব করেছিল। মামলার তদন্ত এখনো চলমান রয়েছে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com