ঢাকার জাতীয় প্রেস ক্লাব এলাকায় হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ প্রত্যাশীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করেন।
রোববার (১৫ জুন) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে এই পরিস্থিতির সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচটিরও বেশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। তবুও, আন্দোলনকারীরা ব্যারিকেডের সামনে অবস্থান ধরে রাখেন।
এর আগে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৮ জুন একটি গণবিজ্ঞপ্তি জারি করে সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও আশপাশের এলাকায় যেকোনো সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে।
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, “জনশৃঙ্খলা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ৯ জুন ২০২৫ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং যমুনা ও তার পার্শ্ববর্তী এলাকায় যেকোনো গণজমায়েত, সভা, মিছিল, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হলো।”
তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে আন্দোলনকারীরা প্রেস ক্লাব এলাকায় জড়ো হয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়, যার ফলে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।
https://slotbet.online/