[ad_1]
আবারও রেকর্ড সৃষ্টি হয়েছে ব্যাংক খাতের খেলাপি ঋণে। চলতি বছরের মার্চ পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৩৩৫ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ২৪ দশমিক ১৩ শতাংশ।
এর আগে ডিসেম্বর মাসে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা। সে হিসেবে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৭৪ হাজার ৫৭০ কোটি টাকা।
রোববার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
বিশ্লেষকদের মতে, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ঋণের নামে ব্যাংক লুট ও পাচারের কারণে বিপুল পরিমাণ ঋণ খেলাপিতে পরিণত হয়েছে। জামানতবিহীন ও অগ্রহণযোগ্য ঋণের ক্ষেত্রে একাংশ সরাসরি কু-ঋণে পরিণত হয়েছে। ফলে খেলাপি ঋণ এখন বিপজ্জনক হারে বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চ শেষে দেশে বিতরণ করা মোট ঋণের পরিমাণ ১৭ লাখ ৪১ হাজার ৯৯২ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৪ লাখ ২০ হাজার ৩৩৫ কোটি টাকা। এটি মোট ঋণের ২৪ দশমিক ১৩ শতাংশ।
২০২৪ সালের মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৮২ হাজার ২৯৫ কোটি টাকা, যা তৎকালীন বিতরণকৃত ঋণের ১১ দশমিক ১১ শতাংশ। এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ২ লাখ ৩৮ হাজার ৪০ কোটি টাকা, অর্থাৎ দ্বিগুণেরও বেশি।
বিশেষজ্ঞরা বলছেন, প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের ঋণ লুটপাটের ফলে এই ঋণ এখন খেলাপিতে পরিণত হয়েছে। আগে তাদের নাম প্রকাশ করা হতো না, খেলাপি হিসেবেও দেখানো হতো না। ৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতিতে কিছু তথ্য প্রকাশিত হলেও প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ আরও বেশি, যা ৭ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
জানা যায়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত হওয়া ব্যাংকগুলো খেলাপি ঋণের প্রকৃত চিত্র প্রকাশ করতে শুরু করেছে। এর মধ্যে ইসলামী ব্যাংকে সবচেয়ে বেশি খেলাপি ঋণ বেড়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকেও একই চিত্র।
এছাড়া শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপ, নাসা গ্রুপসহ আরও কিছু প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী বর্তমানে ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। আজ তা বেড়ে প্রায় ২০ গুণ হয়ে ৪ লাখ কোটির ঘরে পৌঁছেছে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com