ইসরায়েলে ফের ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। শনিবার গভীর রাতে ও রোববার (১৫ জুন) সকালের মধ্যে চালানো একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
ইসরায়েলি পুলিশের বরাতে জানা গেছে, দেশটির উত্তরাঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ৪০ বছর বয়সী দুই নারী, ২০ বছর বয়সী এক তরুণী এবং ১৩ বছর বয়সী এক কিশোরী নিহত হন। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)। উদ্ধারকারীরা এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের সন্ধানে তৎপর রয়েছেন।
এছাড়া মধ্য ইসরায়েলের বাত ইয়াম শহরে আরেকটি ক্ষেপণাস্ত্র হামলায় আরও তিনজন নিহত হয়েছেন বলে জানায় এমডিএ। এতে একটি ভবনে বিস্ফোরণ ঘটে এবং আশপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। নিহতদের মধ্যে একজন প্রায় ৬০ বছর বয়সী নারী বলে জানা গেছে।
সাম্প্রতিক এই হামলাগুলিতে মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় ১০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
ইসরায়েল সরকার এ হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দলগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
https://slotbet.online/