[ad_1]
বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কায় ১৭ জুন শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে। তবে সিরিজের শুরুতে দলের অন্যতম গুরুত্বপূর্ণ স্পিনার ও ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
শ্রীলঙ্কায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ টেস্ট দলের প্রধান কোচ ফিল সিমন্স জানান, মিরাজ গত কয়েক দিন অসুস্থ ছিলেন, তবে তার অবস্থা এখন অনেকটাই ভালো। ওষুধ সেবনের পর সন্ধ্যার অবস্থা দেখে আগামীকাল অনুশীলনে যোগ দিতে পারবেন কিনা দেখা হবে।
মিরাজের অনুপস্থিতিতে বাংলাদেশের স্পিন আক্রমণে বড় সমস্যা দেখা দিতে পারে, কারণ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও মিরাজ মিলেই দলের স্পিন শক্তি হিসেবে কাজ করেন। এছাড়া ব্যাটিং বিভাগেও মিরাজের অবদান গুরুত্বপূর্ণ। তাই তার অনুপস্থিতি দলের কম্বিনেশনে জটিলতা সৃষ্টি করতে পারে।
কোচ সিমন্স বলেন, “মিরাজ না খেললে এটি অন্যদের জন্য সুযোগ এনে দিতে পারে। দলে নতুন কেউ এগিয়ে আসতে পারে। তবে এখনো একাদশ চূড়ান্ত হয়নি। মাঠের অবস্থা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।”
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হবে শ্রীলঙ্কা সিরিজ দিয়েই। আগের চক্রে হতাশার মুখ দেখলেও এবার বাংলাদেশ ভালো করার দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নামছে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com