সীমান্তে ঢুকে পড়া ১৫ গরু নিয়ে গেছে বিএসএফ

Reporter Name / ৪০ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে অনিচ্ছাকৃতভাবে ভারতের সীমানায় ঢুকে পড়া ১৫টি গরু আটক করে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে পরে বিজিবি–বিএসএফের যৌথ পতাকা বৈঠকের মাধ্যমে গরুগুলো ফেরত আসে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টসংলগ্ন কালিকাপুর গ্রামের কৃষকের গরুগুলো মাঠে ঘাস খাওয়ার সময় সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। বিষয়টি নজরে আসার পরপরই বিএসএফ সদস্যরা গরুগুলো আটক করে।

এ ঘটনায় বেলা ১১টা ৪৫ মিনিটে বিজিবি ও বিএসএফের মধ্যে যৌথ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে আখাউড়া বিওপির কোম্পানি কমান্ডার নুরুল ইসলাম এবং বিএসএফের পক্ষে ৪২ এসিপি ক্যাম্প কমান্ডার এসআই অমিত ভার্মা উপস্থিত ছিলেন।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানান, “সীমান্তে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমরা দ্রুত উদ্যোগ নিই এবং বিএসএফও সহযোগিতা করে। আলোচনার মাধ্যমে গরুগুলো আমাদের কৃষকের কাছে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি।”

সীমান্ত এলাকায় এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দুপক্ষই সতর্কতা অবলম্বনের আশ্বাস দিয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/