দ্বীপ উপজেলা হাতিয়ার ঐতিহ্যবাহী কাজির বাজারে মৎস্য ব্যবসা কেন্দ্র বন্ধের পাঁয়তারা রুখতে রোববার (১৫ জুন) দুপুর ১২টায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাজার এলাকায় আয়োজিত এ মানববন্ধনে নারী-পুরুষসহ প্রায় পাঁচ হাজার স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন, যা এ অঞ্চলের সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ গণসমাবেশে পরিণত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা একজোট হয়ে দাবি জানান—তাদের ঐতিহ্যবাহী ও জীবননির্ভরশীল এই বাজারটি যেন কোনোভাবে বন্ধ না করা হয়। বক্তারা বলেন, গত চার দশক ধরে কাজির বাজার এলাকার এই মৎস্য বাণিজ্য কেন্দ্রটি টিকে আছে, যার ওপর সরাসরি ও পরোক্ষভাবে হাজারো পরিবারের জীবিকা নির্ভর করছে। এ বাজারে মাছ ধরার নৌকা থেকে শুরু করে আড়তদার, পরিবহন শ্রমিক, খুচরা বিক্রেতা এমনকি হোটেল-রেস্তোরাঁর ব্যবসাও গড়ে উঠেছে।
বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল নিজেদের স্বার্থে প্রশাসনকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে বাজারটি বন্ধের অপচেষ্টা চালাচ্ছে। তারা বলেন, বাজারটি বন্ধ হয়ে গেলে এলাকার অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে এবং অসংখ্য মানুষ বেকার হয়ে পড়বে।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের প্রতি জোরালোভাবে আহ্বান জানান, যেন তারা কোনো ভুল বা একতরফা তথ্যের ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ বাজারটি বন্ধ না করেন। বরং বাজারটিকে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে একটি “নিরাপদ ব্যবসা কেন্দ্র” হিসেবে ঘোষণা করা হোক—এটাই তাদের প্রধান দাবি। তারা বলেন, সরকার ও স্থানীয় প্রশাসনের উচিত এই বাজারকে রক্ষা করে মৎস্যখাতে টেকসই উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়া।
মানববন্ধন শেষে একটি শান্তিপূর্ণ মিছিল বের করা হয়, যা কাজির বাজার এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়। মিছিল চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানিয়েছেন, প্রয়োজনে তারা আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবেন। তবে তারা এও স্পষ্ট করে দিয়েছেন যে, আন্দোলন সবসময় শান্তিপূর্ণ ও আইনগত কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
https://slotbet.online/