বরিশালের আগৈলঝাড়ায় মালবোঝাই ভ্যানের চাকা ভেঙে উল্টে পড়ে মতিয়ার বিশ্বাস (৪০) নামের এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার পয়সারহাট বেলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মতিয়ার বিশ্বাস তার দোকানের মালামাল ভ্যানে করে সাতলার বাজারে নিয়ে যাচ্ছিলেন। ব্রিজে ওঠার সময় ভ্যানের একটি চাকা হঠাৎ ভেঙে গেলে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মিরন হালদার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মতিয়ার বরিশালের উজিরপুর উপজেলার সাতলা গ্রামের বাসিন্দা ও সাতলা বাজারের একজন পরিচিত মুদি ব্যবসায়ী ছিলেন। দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
https://slotbet.online/