বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে লন্ডনে অনুষ্ঠিত বৈঠককে ‘সফল’ আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১৬ জুন) যুক্তরাজ্য থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আমির খসরু জানান, “জনগণের প্রত্যাশা ছিল রোজার আগেই নির্বাচনের একটি ঘোষণা আসবে। সেই প্রত্যাশা পূরণ হয়েছে। বৈঠকটি অত্যন্ত ইতিবাচক পরিবেশে হয়েছে এবং আমাদের রাজনৈতিক অগ্রযাত্রার জন্য তা গুরুত্বপূর্ণ এক মাইলফলক।”
তিনি আরও বলেন, “ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে। এই সময়ের মধ্যে বিচার ও সংস্কার প্রক্রিয়া এগিয়ে যাবে। এর জন্য হয়তো এক থেকে দেড় মাসের বেশি সময় লাগবে না।”
নির্বাচন আয়োজন নিয়ে তিনি বলেন, “দীর্ঘ প্রায় দুই দশক ধরে জনগণ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি। তাই জাতি এখন নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আলোচনায় জাতীয় ঐকমত্য তৈরির বিষয়টি গুরুত্ব পেয়েছে এবং তাতে অগ্রগতি হয়েছে।”
নির্বাচনের তারিখ নির্ধারণ প্রসঙ্গে আমির খসরু বলেন, “নির্বাচন কমিশনের ঘোষণাই চূড়ান্ত হবে। তার আগে আমরা কিছু বলতে পারি না। তবে সবাই প্রস্তুতি নিচ্ছে।”
বৈঠকের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, “খুবই আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। এ ধরনের রাজনৈতিক সংস্কৃতি আমাদের চর্চায় থাকা উচিত। একে অপরের সঙ্গে কথা বলা, মত বিনিময় করাই তো গণতন্ত্রের শক্তি।”
https://slotbet.online/