ইরানের রাজধানী তেহরানে অবস্থিত রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরাইল সরাসরি হামলা চালিয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। হামলাটি খুব সম্প্রতি সংঘটিত হয়েছে এবং এই বিষয়ে সংক্ষিপ্ত এক ঘোষণায় ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, তারা বর্তমানে ইসরাইলি হামলার লক্ষ্যবস্তু। তবে এখন পর্যন্ত হামলার সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতি বা হতাহতের বিস্তারিত প্রকাশ করা হয়নি।
হামলার আগেই একটি হুমকি দিয়েছিলেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। তিনি বলেন, “ইরানের প্রচারণা ও উসকানির মেগাফোন অদৃশ্য হয়ে যাবে।” তার এই মন্তব্যের ঠিক পরপরই রাষ্ট্রীয় সম্প্রচারে হামলার খবর আসে।
এছাড়া কেরমানশাহ শহরে অবস্থিত ফারাবি নামক একটি হাসপাতালে ইসরাইলি বাহিনীর আরেকটি হামলার ঘটনাও সামনে এসেছে। হাসপাতালটির ছাদের একাংশ ধসে পড়েছে এবং বেশ কয়েকজন রোগী আহত হয়েছেন বলে জানানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ফারস ও তাসনিম সংবাদ সংস্থার ভিডিও যাচাই করে তারা নিশ্চিত হয়েছে যে হামলায় হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাঈ বলেন, ইসরাইল এ হামলা ইচ্ছাকৃতভাবে চালিয়েছে এবং এটি আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। বাঘাঈ আরও বলেন, “হাসপাতাল ও আবাসিক এলাকায় হামলা চালানো যুদ্ধাপরাধ। ইতিহাস এই হামলার এবং যারা এটি সমর্থন করেছে, তাদের বিচার করবে।”
এই ঘটনাগুলো ইরান-ইসরাইল সম্পর্কের আরও অবনতি এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে এই হামলাগুলোকে ঘিরে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
https://slotbet.online/