[ad_1]
ইরানের সাম্প্রতিক হামলায় ইসরাইলের মধ্যাঞ্চলে তিনজন নিহত হয়েছেন এবং আরও অন্তত ২৯ জন আহত হয়েছেন। সোমবার (১৬ জুন) ভোরে দেশটির অন্তত চারটি স্থানে হামলার ঘটনা ঘটে।
এই তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট, চ্যানেল ১২ এবং ওয়াইনেট নিউজের বরাত দিয়ে আলজাজিরা। ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান’-এর প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি পরিষেবা জানিয়েছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা মাঝারি ও বাকিদের হালকা আঘাত রয়েছে। তাদের দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
এক্স (সাবেক টুইটার)-এ জরুরি বিভাগের এক হিব্রু ভাষার পোস্টে জানানো হয়, এখনো উদ্ধারকাজ চলছে এবং প্রত্যেকটি স্থানে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
ইরানে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ২২৪
অন্যদিকে, ইরানে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৪ জনে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর জানিয়েছেন, গত ৬৫ ঘণ্টার হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
তিনি এক্স প্ল্যাটফর্মে এক বার্তায় বলেন, এসব হামলায় অন্তত ১,২৭৭ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মোট হতাহতের ৯০ শতাংশের বেশি বেসামরিক মানুষ।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com