[ad_1]
ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরেছে মানুষ, তবে ঈদযাত্রার আনন্দ ছাপিয়ে গেছে সড়কে ঝরেপড়া রক্তের দুঃখজনক চিত্র। যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে, এবারের ঈদে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৯০ জন, আহত হয়েছেন ১,১৮২ জন।
সোমবার (১৬ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী।
তাদের প্রতিবেদনে বলা হয়, ঈদ উপলক্ষে মোট ৩৭৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এছাড়া রেলপথে ২৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৫ জন, আহত হয়েছেন ১২ জন। নৌপথে ১১টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২ জন এবং নিখোঁজ রয়েছেন আরও ৬ জন। সবমিলিয়ে সড়ক, রেল ও নৌপথে ১৫ দিনের মধ্যে মোট ৪১৫টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৪২৭ জনের, আহত হয়েছেন ১,১৯৪ জন।
মোজাম্মেল হক বলেন, “যাতায়াতব্যবস্থার দুর্বলতা, অপ্রস্তুত সড়ক অবস্থা, প্রশিক্ষণহীন চালক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ফলে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।” তিনি আরও বলেন, ঈদের আগে অন্তত চারদিন সরকারি ছুটি দিলে ভ্রমণের চাপ কমতো এবং দুর্ঘটনার ঝুঁকি হ্রাস পেত।
তার ভাষায়, মহাসড়কে ফিটনেসবিহীন ও ছোট যানবাহনের দাপট, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, এবং যাত্রী হয়রানি এবারের ঈদেও মারাত্মকভাবে চিত্রিত হয়েছে। দরিদ্র যাত্রীদের অনেকেই বাস বা ট্রেনের ছাদে, এমনকি পণ্যবাহী ট্রাকেও জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ করতে বাধ্য হয়েছেন।
পর্যবেক্ষণ বলছে, সড়ক-মহাসড়কের গর্ত এবং লাগাতার চালানোর ফলে দুর্ঘটনার হার বেড়েছে। বিশেষ করে ঈদের পরে অধিকাংশ দুর্ঘটনা ঘটে ক্লান্ত চালকদের কারণে, যা ট্রাকের পেছনে ধাক্কা বা খাদে পড়ে যাওয়ার মতো ঘটনার সংখ্যা বাড়িয়ে দিয়েছে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com