কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একজন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। সোমবার (১৬ জুন) সকাল ৭টার দিকে সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম রাশেদুল ইসলাম (১৯)। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি জয়পুরহাট জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের ছুটি শেষে রাশেদুল ট্রেনে করে কুষ্টিয়ায় পৌঁছান এবং সেখান থেকে বটতৈল মোড় থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে যাত্রা করেন। বাসটি বিত্তিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি প্রচণ্ডভাবে কেঁপে ওঠে এবং রাশেদুল গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, “বাস ও ট্রাকের সংঘর্ষে একজন আহত হয়েছিলেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
https://slotbet.online/