কুষ্টিয়ার সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের পশ্চিম আব্দালপুর গ্রামে এক ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ জুন) দিবাগত রাত ১টার দিকে নিজ দোকান থেকে অপহরণ করা হয় মো. জাহাবক্স (৩৮) নামের ওই ব্যবসায়ীকে। তিনি মৃত কুদ্দুস আলীর ছেলে এবং গ্রামে প্রান্ত স্টোর নামে একটি পাইকারি মুদিদোকানের মালিক ও পরিচালনাকারী।
অপহরণের পরপরই তার বাড়ির বাইরে একটি চিঠি পাওয়া যায়, যেখানে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। চিঠিতে পাঁচ দিনের মধ্যে নির্ধারিত ঠিকানায় টাকা পৌঁছে না দিলে জাহাবক্সকে মেরে ফেলে লাশ গুম করে ফেলার হুমকি দেওয়া হয়।
পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় সবাই ঘুমিয়ে ছিলেন। এক ব্যক্তি স্যালাইন কেনার অজুহাতে ডাক দিলে জাহাবক্স দোকান খুলে বাইরে যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি না ফেরায় স্ত্রী সাথী খাতুন বাইরে যেতে গিয়ে দেখেন দরজার ছিটকিনি বাইরে থেকে বন্ধ। চিৎকার শুনে শাশুড়ি এসে দরজা খুললে দেখা যায় দোকানের তালা খোলা, ক্যাশবাক্স খালি এবং দোকানের বেঞ্চে একটি আঠা দিয়ে আটকানো খামে চিঠিটি রাখা ছিল।
জাহাবক্সের ছেলে প্রান্ত জানান, তার ঘরের দরজাও বাইরে থেকে আটকানো ছিল। বাবা নিখোঁজ হওয়ার পর তার ফোনে কল করেও বন্ধ পাওয়া যায়। তিনি বলেন, “আজ দোকানের হালখাতা ছিল, অন্তত চার-পাঁচ লাখ টাকা ক্যাশবাক্সে রাখা ছিল, সেগুলোও নিয়ে গেছে।”
ঘটনার পরই পুলিশকে জানানো হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ওসি মেহেদী হাসান জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। প্রাথমিকভাবে এটি অপহরণ বলেই মনে হচ্ছে। ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা চলছে।”
ঘটনার পরপরই আব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলী হায়দার স্বপনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
পুলিশ চিঠিটি যাচাই করে দেখছে এবং সম্ভাব্য সব দিক মাথায় রেখে তদন্ত চালাচ্ছে। জাহাবক্সকে জীবিত উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
https://slotbet.online/