ফিফা ক্লাব বিশ্বকাপে ইউরোপের দুই শক্তিশালী দলের প্রথম ম্যাচে দুর্দান্ত শুরু করেছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়ে নতুন মৌসুমে জয়ের ধারায় যাত্রা শুরু করেছে তারা।
চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানকে ৫-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জয়ের এক মাস পরই মাঠে নামে পিএসজি। বিশ্রামের কোনো প্রভাব না পড়েই রোববার যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক রোজ বোল স্টেডিয়ামে শুরু থেকেই দাপুটে খেলা উপহার দেয় দলটি।
ম্যাচের ১৯ মিনিটে দুর্দান্ত এক দূরপাল্লার শটে পিএসজিকে এগিয়ে দেন ফাবিয়ান রুইজ। বিরতির ঠিক আগমুহূর্তে অ্যাটলেটিকো সুযোগ মিস করলে, পরপর পাল্টা আক্রমণে ভিতিনহা ব্যবধান বাড়ান।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল অ্যাটলেটিকো। ৫৭ মিনিটে আলভারেজের শট জালে জড়ালেও ভিএআরে দেখা যায়, গোলের আগে ফাউল করেছিলেন পিএসজির ডিফেন্ডার। ফলে গোল বাতিল হয়। এর কিছু পরেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ক্লেমেন্ট লেংলে, ফলে ১০ জনের দলে পরিণত হয় স্প্যানিশ ক্লাবটি।
শেষ দিকে পিএসজি আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৮৭তম মিনিটে বদলি খেলোয়াড় সেনি মায়ুলু দলের তৃতীয় গোলটি করেন। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে দক্ষিণ কোরিয়ার লি কাং-ইন করেন চতুর্থ গোল।
পিএসজি তাদের পরবর্তী ম্যাচ খেলবে বৃহস্পতিবার, একই ভেন্যু রোজ বোলে, প্রতিপক্ষ ব্রাজিলের ক্লাব বোটাফোগো। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে এমএলএস ক্লাব সিয়াটল সাউন্ডার্সের।
https://slotbet.online/