তেহরান ছাড়ছেন আতঙ্কিত বাসিন্দারা – Bangla Affairs

Reporter Name / ৪৫ Time View
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫


ইসরায়েলের টানা হামলার ফলে ইরানের রাজধানী তেহরানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার (১৫ জুন) শহরের বিভিন্ন জ্বালানির পাম্পে দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। অনেকেই নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে রাজধানী ত্যাগের আগে গাড়িতে জ্বালানি ভরছেন।

স্থানীয় এক নাগরিক জানান, “মানুষ ভীত হয়ে পড়েছে। অধিকাংশ পেট্রল পাম্পে প্রচণ্ড ভিড়। সবাই চায় দ্রুত শহর ছেড়ে নিরাপদ এলাকায় যেতে।” অনেকে অভিযোগ করছেন, পর্যাপ্ত পেট্রল না থাকায় সবাই চাইলেও জ্বালানি পাচ্ছেন না।

রাজধানীর বাসিন্দারা বলছেন, শহরের মধ্যে আশ্রয় নেওয়ার মতো নির্ভরযোগ্য কোনো জায়গা নেই। উত্তরাঞ্চলের গ্রামের দিকে অনেকেই রওনা হয়েছেন, কারণ সেসব জায়গা তুলনামূলকভাবে নিরাপদ মনে করা হচ্ছে। তবে হাইওয়েগুলোতে যানবাহনের চাপ এতটাই বেশি যে চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।

ইসরায়েল আগেই সতর্ক করেছিল যে অস্ত্র কারখানাগুলোর আশেপাশে থাকা সাধারণ মানুষ যেন নিরাপদ স্থানে সরে যায়। একইভাবে, ইরানও ইসরায়েলি নাগরিকদের তাদের গুরুত্বপূর্ণ সামরিক ও গবেষণা স্থাপনাগুলোর কাছ থেকে সরে যেতে আহ্বান জানিয়েছে।

বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বহু মানুষ আহত কিংবা ভয়ে এলাকা ছেড়ে যাচ্ছেন। এখন পর্যন্ত সাধারণ মানুষের মৃত্যুর সংখ্যা ২২৪ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা থাকার কথাও জানানো হয়েছে।

সূত্র: সিএনএন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/