ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে অনুষ্ঠিত এক সভায় ‘মাননীয় মেয়র’ হিসেবে সম্মানিত হয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ঈদের ছুটির পর ১৬ জুন (সোমবার) সকালে করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত ওই সভায় তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। ব্যানারে তার নামের আগে লেখা ছিল “মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন”।
এটি ছিল নগর ভবনে ইশরাকের প্রথম আনুষ্ঠানিক অংশগ্রহণ। সভায় বক্তারা তাকে মেয়র হিসেবে সম্মোধন করেন এবং পরিচ্ছন্ন নগরী ও নাগরিক সেবার বিষয়ে মতবিনিময় করেন।
অন্যদিকে, একই সময়ে নগর ভবনের প্রধান ফটকের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভে নামে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের স্লোগানে উঠে আসে— “ইশরাক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”, “রাজপথ কাঁপছে ইশরাক ভাই আসছে”, “মেয়র সেলে দেখতে চাই, সে আমাদের ইশরাক ভাই”।
বিক্ষোভকারীরা জানান, শপথ না হওয়া পর্যন্ত নগর ভবনের প্রধান ফটক তালাবদ্ধ থাকবে। তবে সেবা কার্যক্রম চালু রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। সেই ফলাফল চ্যালেঞ্জ করে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন আদালতে যান।
২০২৫ সালের ২৭ মার্চ, রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ট্রাইব্যুনাল ওই নির্বাচন বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে। এরপর নির্বাচন কমিশন ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে। তবে শপথ অনুষ্ঠান বন্ধে ১৪ মে হাইকোর্টে একটি রিট হয়, যেটি পরবর্তীতে খারিজ হয়।
তবে এখনো স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাকের শপথ কার্যক্রম শুরু করেনি, যা ঘিরে তার সমর্থকরা ১৫ মে থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। নগর ভবনের প্রশাসনিক কার্যক্রমও এতে স্থবির হয়ে পড়েছে।
https://slotbet.online/