জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার, ১৬ জুন ২০২৫ তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক বেঞ্চ এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আসামিরা আদালতে হাজির না হওয়ায় এবং ব্যক্তিগতভাবে সমন পাঠিয়েও সাড়া না পাওয়ায় আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারা আদালতে হাজির না হলে, মামলার পরবর্তী ধাপ একতরফাভাবে চলতে পারে।
এ বিষয়ে ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিষয়ে অভিযোগের তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং এর ভিত্তিতেই আদালত এই পদক্ষেপ গ্রহণ করেছে।
বিস্তারিত তথ্য আদালতের পরবর্তী শুনানিতে জানানো হবে। এই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন কারাগারে রয়েছেন।
https://slotbet.online/