১৩৪ বলে ৩২৭ রান! আলোচনায় সূর্যবংশীর বন্ধু আয়ন রাজ

Reporter Name / ৩০ Time View
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫


মাত্র ১৩ বছর বয়সে ব্যাট হাতে রেকর্ড গড়া এক ইনিংসে ক্রিকেটপ্রেমীদের চমকে দিয়েছেন ভারতের উঠতি ক্রিকেটার আয়ন রাজ। ১৩৪ বলের দুর্ধর্ষ ইনিংসে তিনি করেন ৩২৭ রান, যার মধ্যে ছিল ৪১টি চার ও ২২টি বিশাল ছক্কা।

এই ইনিংস খেলা হয়েছে বিহারের মুজাফফরপুর জেলা ক্রিকেট লিগের অনূর্ধ্ব-১৪ বিভাগে। আয়ন খেলেন সংস্কৃতি ক্রিকেট একাডেমির হয়ে। গত বৃহস্পতিবারের ম্যাচে তার এই ইনিংস ক্রিকেট মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

আয়ন রাজের বাড়ি বিহারেই, আর তিনি পরিচিত আইপিএলের বিস্ময় বালক সূর্যবংশী বৈভবের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে। মাত্র ১৪ বছর বয়সেই আইপিএল নিলামে জায়গা পাওয়া বৈভব ইতোমধ্যে দ্রুততম ভারতীয় হিসেবে সেঞ্চুরি করে নজর কেড়েছেন। আয়ন জানিয়েছেন, তার ক্রিকেট জীবনের বড় অনুপ্রেরণা বৈভবই।

স্থানীয় গণমাধ্যমে আয়ন বলেন, “বৈভব ভাইয়ের সঙ্গে কথা বললে অনেক অনুপ্রেরণা পাই। আমরা একসাথে ক্রিকেট খেলেই বড় হয়েছি। এখন ও অনেক এগিয়ে গেছে। আমি চেষ্টা করছি ওর পথ অনুসরণ করে সামনে এগোনোর।”

মাত্র পাঁচ বছর বয়স থেকে ক্রিকেটে হাতেখড়ি আয়নের। এখন তার লক্ষ্য ভারতের জাতীয় দলে খেলা। বয়স কম হলেও প্রতিভা আর মেধায় আয়ন রাজ এখন ভবিষ্যৎ তারকা হয়ে ওঠার পথে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/