ইরানে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র

Reporter Name / ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫


ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করলে ফের দেশটিতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র—এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এক সাংবাদিক জানতে চাইলে, ইরান পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করলে যুক্তরাষ্ট্র কি আবার হামলা চালাবে—উত্তরে ট্রাম্প বলেন, “অবশ্যই। আমি মনে করি না তারা আবার এটি করবে। আমরা যা করেছি, তাতে তাদের আর সেই সাহস থাকবে না।”

তিনি আরও বলেন, “তারা ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু তারা কখনই পরমাণু বোমা পাবে না, তারা ইউরেনিয়াম সমৃদ্ধও করতে পারবে না।”

ইরানের পরমাণুকেন্দ্রে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রসঙ্গে ট্রাম্প বলেন, “হামলার পর ইরানিরা নিজেরাই দেখে গেছে, তাদের স্থাপনাগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে। হিরোশিমা ও নাগাসাকির উদাহরণ আমি টানতে চাই না, তবে এটা প্রায় একই রকম—সেই হামলায় যেমন যুদ্ধ থেমেছিল, এখানেও তেমনটাই হয়েছে।”

তিনি আরও বলেন, “যদি আমরা হামলা না করতাম, তাহলে ইরান ব্যাপকভাবে অস্ত্র উৎপাদন অব্যাহত রাখতো। এখন তারা জানে, আরেকবার চেষ্টা করলে পরিণতি আরও ভয়াবহ হতে পারে।”

ট্রাম্পের এই হুঁশিয়ারির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আভাস দেখা দিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
সূত্র: টাইমস অব ইসরায়েল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/