এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখের বেশি শিক্ষার্থী

Reporter Name / ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫


২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন)। সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে সারাদেশে একযোগে শুরু হবে লিখিত পরীক্ষা, যা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। এরপর নেওয়া হবে ব্যবহারিক পরীক্ষা।

এ বছর মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১০ লাখ ৫৫ হাজার ৫৯৪ জন, মাদ্রাসা বোর্ডে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার ৪০ জন এবং কারিগরি বোর্ডে পরীক্ষার্থী রয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৭৭ জন।

দেশজুড়ে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। তবে গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৮১ হাজার ৮৮২ জন।

নিরাপত্তা ও অনিয়ম রোধে পদক্ষেপ:
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয় একাধিক নির্দেশনা দিয়েছে।

১৫ আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে

কেন্দ্রের বাইরে জনসমাগম ও মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণে থাকবে

সিসিটিভি ক্যামেরা, ‘নকল প্রতিরোধ’ পোস্টার বাধ্যতামূলক

থানার ট্যাগ অফিসার ও পুলিশের উপস্থিতিতে প্রশ্ন আনা

প্রয়োজনে মাইক ব্যবহার করে এলাকাবাসীকে সচেতন করা হবে

পরীক্ষাকেন্দ্রে সুরক্ষা ব্যবস্থা:
সব পরীক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের জন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বাধ্যতামূলক করা হয়েছে। বিদ্যুৎ বিভ্রাট এড়াতে সংশ্লিষ্ট দপ্তরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা:

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে

ওএমআর শিটে সঠিকভাবে তথ্য পূরণ ও বৃত্ত ভরাট

উত্তরপত্র ভাঁজ করা যাবে না

শুধুমাত্র সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে

এমসিকিউ ও সৃজনশীল অংশে বিরতি থাকবে না

কেন্দ্রে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ

তিন অংশে (তত্ত্বীয়, এমসিকিউ, ব্যবহারিক) আলাদা করে পাস করতে হবে

পরীক্ষার্থী কেবলমাত্র নিজের বিষয়েই অংশ নিতে পারবে

নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা হবে না, স্থানান্তরিত কেন্দ্রে হবে পরীক্ষা

আইনশৃঙ্খলা ও নজরদারি:
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি খন্দকার এহসানুল কবির জানিয়েছেন, “সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে।”

সরকারি সূত্র জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও থাকবে বাড়তি নজরদারি— যাতে গুজব ও প্রশ্নফাঁস সংক্রান্ত কোনো তথ্য ছড়ানো না যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/