নরসিংদীর রায়পুরা উপজেলায় জাহিদুল ইসলাম জুয়েল (৩৫) নামে এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাহিদুলের হাত-পা বাঁধা অবস্থায় এবং শরীরে গুলির চিহ্নসহ তার ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়।
বুধবার (২৫ জুন) সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকার একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাহিদুল বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলীয়াকান্দি গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুরুল ইসলামের ছেলে। তিনি আগে পুলিশে কর্মরত থাকলেও ২০২২ সালে চাকরিচ্যুত হন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সকালে বাগানে রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, “জাহিদুলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত এবং গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। বিস্তারিত তদন্তের পর বলা যাবে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।”
পুলিশ বলছে, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং হত্যার পেছনে কারা জড়িত, তা শনাক্তে মাঠে কাজ করছে তারা।
https://slotbet.online/