পঞ্চগড় জেলার তিনটি সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইন করেছে। বুধবার (২৫ জুন) ভোরে এসব ঘটনা ঘটে তেঁতুলিয়ার শুকানি, সদর উপজেলার টোকাপাড়া ও জয়ধরভাঙ্গা সীমান্তে। এরপর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়।
শুকানি সীমান্ত দিয়ে ৫ জন, টোকাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন এবং জয়ধরভাঙ্গা সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইন করা হয়। এরা সবাই ভারতের বিভিন্ন এলাকায় শ্রমিক ও দিনমজুর হিসেবে কাজ করতেন। বিএসএফ তাদের শিলিগুড়ি থেকে বিমানযোগে সীমান্ত এলাকায় নিয়ে এসে বাংলাদেশে ঠেলে দেয়।
বিজিবির ৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ বদরুদ্দোজা জানান, আটক ব্যক্তিদের থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে ফিরিয়ে দেবে।
তেঁতুলিয়া ও পঞ্চগড় সদর থানার ওসি জানান, আটক ব্যক্তিদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
https://slotbet.online/