ফরিদপুর সদরের ডিক্রির চর ইউনিয়নের ধলার মোড় এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ইনস্টিটিউটের দুই শিক্ষার্থীর।
বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—গাজীপুরের শওকত হোসেনের ছেলে রিয়াজে রাব্বি তামীম (২১) এবং নোয়াখালীর মোজাম্মেল হকের ছেলে আব্দুল্লাহ মারুফ (২০)। তারা উভয়েই কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছয় বন্ধু মিলে পদ্মায় গোসলে নেমেছিলেন। এ সময় মারুফ হঠাৎ স্রোতে তলিয়ে গেলে তাকে উদ্ধারে তামিম এগিয়ে যান। কিন্তু প্রবল স্রোত এবং নদীর গভীরতা তাদের দু’জনকেই তলিয়ে নেয়।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর মাধ্যমে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুই ডুবুরি দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ ফুট গভীর থেকে তাদের উদ্ধার করে। পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঘটনাস্থলে চোরাবালি ও পানির ঘূর্ণাবর্ত থাকায় উদ্ধারকাজ ছিল জটিল। ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক সানোয়ার হোসেন জানান, তামিম ছিলেন ইইই বিভাগের এবং মারুফ ছিলেন মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান বলেন, নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে।
https://slotbet.online/